রাজধানীর মোহাম্মদপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ফজলে রাব্বি সুমন (২৮) নামের এক যুবক খুন হয়েছেন। শনিবার (২৬ জুলাই) দুপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের সামনে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে বিকেল ৩টার দিকে মৃত ঘোষণা করে।
সুমনের বাবা বশির উদ্দিন বলেন, আমার ছেলে ঢাকার সাইনবোর্ড এলাকার একটি দোকানে কাজ করে। শনিবার সকালে সে শ্বশুরবাড়ি বেড়াতে যায়। খবর পেয়েছি তাকে কে বা কারা ছুরিকাঘাত করেছে। পরে গুরুতরত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করে।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি ভোলা জেলার বোরহাস উদ্দিন উপজেলার পোখিয়া গ্রামে। তারা সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় থাকতেন। সুমনের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম