প্রযুক্তি দিন দিন এতোই উন্নত হচ্ছে যে আজ যা নতুন কাল হচ্ছে তা অতীত। প্রযুক্তির এসব আবিষ্কার আমাদের জীবনে আশীর্বাদ হয়েছে এসেছে। দৈনন্দিন কাজ কমিয়ে স্বস্তি দিচ্ছে জীবনে। কঠিন কাজগুলোকে সহজ করছে আবিষ্কারগুলো।
তেমনই নতুন একটি স্মার্ট ব্রেসলেট বাজারে আনলো মেটা ও রিয়েলিটি ল্যাবস। যেটি হাতে বাঁধা থাকলে প্রয়োজনই পড়বে না মাউস ও কিবোর্ডের। এর পোশাকি নাম ‘সারফেস ইলেকট্রোমায়োগ্রাফি’ তথা এসইএমজি রিস্টব্যান্ড। কম্পিউটার হোক কিংবা অন্য কোনো ডিভাইস, যে কোনোটায় ব্যবহার করতে পারবেন।
মূলত এআই ও মেশিন লার্নিংয়ের সাহায্যেই সে মুশকিল আসান করতে পারে। এজন্য ৩০০-এর বেশি মানুষের উপরে পরীক্ষা চালানো হয়েছে। সিস্টেমকে হাতের আকার, ত্বকের ধরন, হাতের নড়াচড়া ইত্যাদি বোঝানো সম্ভব হয়েছে এর ফলে।
এই স্মার্ট ব্রেসলেটের প্রতিটি বেল্টের নিচেই রয়েছে সেন্সর। যার সঙ্গে কোনো অ্যাডিশনাল সেট আপের দরকার পড়বে না। শুধু আপনার আঙুলের মুদ্রা, পেশির ছোট নড়াচড়া ইত্যাদি বুঝেই সংকেত পাঠাবে কম্পিউটারকে। অ্যাপ খোলা, মেসেজ লেখা কিংবা কোনো কিছুকে সিলেক্ট করা যাবে তাতেই।
এমনকি টাইপও করতে পারে এই ব্রেসলেট। কোনো ডেস্ক কিংবা যে কোনো সমতলে আপনার আঙুল দিয়ে টাইপ করলেই হবে। তা বুঝে ফেলবে ব্রিসলেট। পৌঁছে দেবে যুক্ত থাকা ডিভাইসে। এমনকি টাইপ না করে শুধু যদি আঙুল দিয়ে অক্ষর লেখেন তাতেও কাজ হবে।
এজন্য কোনো সার্জারি কিংবা ইমপ্ল্যান্টের দরকারই হবে না। সরাসরি ত্বকের সংস্পর্শেই সেন্সর সংকেত ধরে ফেলবে। আর তারপর সেটাকে সফলভাবে প্রয়োগ করবে। ফলে কিবোর্ড কিংবা মাউস ছাড়াই কাজ চালানো যাবে বলেই জানিয়েছে গবেষক দল।
আরও পড়ুনস্মার্টওয়াচ কেনার আগে যেসব বিষয় খেয়াল রাখবেনআইফোন ১৭ কবে আসছে, যেসব ফিচার থাকছেসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
কেএসকে/জেআইএম