শূন্য রানে নাই ২ উইকেট। প্রথম ইনিংসে ৩১১ রান পিছিয়ে থাকার পর শূন্য রানে ২ উইকেট পড়ার পর যে কোনো দলেরই কেঁপে ওঠার কথা। পরাজয়কে দিব্য চোখে দেখার কথা; কিন্তু লোকেশ রাহুল আর শুভমান গিল ভারতীয় দলকে সেভাবে পরাজয় দেখালেন না। দাঁতে দাঁত কামড়ে উইকেটে পড়ে থাকার সিদ্ধান্ত নিলেন তারা দু’জন।
সংকল্পে দারুণ সফলও হলেন তারা। চতুর্থ দিন শেষেই ১৭৪ রানের জুটি গড়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। পঞ্চম দিন অবশ্য মাঠে এসে খুব বেশিদূর এগোতে পারেননি তারা। আর ১৪ রান যোগ করেই (১৮৮) বিচ্ছিন্ন হলেন তারা। ১৮৮ রানে জুটি ভাঙেন বেন স্টোকস। ৯০ রান করে আউট হন লোকেশ রাহুল (KL Rahul)।
এরই মধ্যে লড়াকু এক সেঞ্চুরি উপহার দেন অধিনায়ক শুভমান গিল (Shubman Gill)। লিডস এবং বার্মিংহ্যামে তিনটি সেঞ্চুরি (একটি ডাবল সেঞ্চুরিসহ) করার পর এবার ম্যানচেস্টারেও করলেন সেঞ্চুরি।
যদিও ১০৩ রান করার পর বিদায় নিতে হয়েছে শুভমান গিলকে। ২৩৮ বল খেলে ১২ বাউন্ডারিতে এ রান করেন তিনি। ২২২ রানে চতুর্থ উইকেট পড়ার পর ভারতীয় দলের হাল ধরেন দুই অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং রবিন্দ্র জাদেজা।
এ রিপোর্ট লেখার সময় এরই মধ্যে ৮২ রানের জুটি গড়ে ফেলেছেন তারা দু’জন। ভারতের রান ৪ উইকেট হারিয়ে ৩০৪। ওয়াশিয়টন সুন্দর ৪৭ এবং রবিন্দ্র জাদেজা ব্যাট করছের ৪৬ রানে।
এর আগে প্রথমে ব্যাট করে ভারত অলআউট হয় ৩৫৮ রানে। জবাবে ব্যাট করতে নেমে জো রুটের ১৫০ ও বেন স্টোকসের ১৪১ রানে ভর করে ৬৬৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ফলে তাদের লিড দাঁড়ায় ৩১১ রানের।
আইএইচএস/