মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানামালা স্থগিত করেছিল সরকার। সেজন্য দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়েও গত ২২ থেকে ২৪ জুলাইয়ের সব অনুষ্ঠান স্থগিত করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
স্থগিত এ অনুষ্ঠানামালার নতুন সূচি প্রকাশ করেছে মন্ত্রণালয়। নতুন আদেশ অনুযায়ী- শুধুমাত্র ২৪ জুলাই স্থগিত হওয়ায় অনুষ্ঠান আগামী ৩১ জুলাই আয়োজন করা হবে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকারের সই করা গত ২৩ জুলাইয়ের এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
আদেশে বলা হয়, মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কারণে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫-এর ২২-২৪ জুলাই তারিখ পর্যন্ত নির্ধারিত অনুষ্ঠানমালা স্থগিত করা হয়েছে। এ কারণে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ২৪ জুলাই তারিখের অনুষ্ঠানসমূহ আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।
মন্ত্রণালয়ের আদেশের তথ্যমতে, ৩১ জুলাই তিনটি অনুষ্ঠান হবে। সেগুলো হলো-
১. শিশু শহীদদের স্মরণে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জুলাইকেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতামূলক কর্মসূচি।
২. প্রতিটি পিটিআইয়ে প্রশিক্ষণার্থী এবং সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে জুলাই অনির্বানসহ জুলাইয়ের চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা।
৩. প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই চব্বিশ নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা।
এএএইচ/জেএইচ/এমএস