প্রবাস

কুয়ালালামপুরে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসী আটক

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ১৭১ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। তবে এদের মধ্যে কতজন বাংলাদেশি তা জানা যায়নি।

মঙ্গলবার (২৯ জুলাই) কুয়ালালামপুরের জালান মসজিদ ইন্ডিয়ার আশপাশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির সংবাদ সংস্থা বারনামা জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১২টা থেকে শুরু হওয়া ঘণ্টাব্যাপী অভিযানে মোট ৭৫৮ বিদেশির কাগজপত্র তল্লাশি করা হয়। এদের মধ্যে বিভিন্ন অপরাধে ১৭১ জনকে আটক করা হয়।

আরও পড়ুন মালয়েশিয়ায় জুলাইযোদ্ধাদের স্মরণ প্রবাসীদের

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বসরি ওথমান বলেন, আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সেলাঙ্গরের মিলেনিয়াম বেরানং অস্থায়ী ইমিগ্রেশন ডিপোতে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি বলেন, যাদের বৈধ পাস নেই তারা চলমান পুলাং রহমাহ মাইগ্রান (পিআরএম) প্রোগ্রামের আওতায় মালয়েশিয়া ছাড়তে পারবেন।

বিএ/এএসএম