চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় বিএনপি। দুই কেন্দ্রীয় নেতার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হলো।
মঙ্গলবার (২৯ জুলাই) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আজ চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, দলের ভেতরে শৃঙ্খলাভঙ্গ, হানাহানি ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে একাধিক নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরও পড়ুন চট্টগ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ কিছু দল পণ করেছে পিআর ছাড়া নির্বাচনে যাবে না: ফখরুলচট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে এরই মধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া গত ১২ জুলাই ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে হানাহানির ঘটনায় উপজেলার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মো. সৈয়দ আলম এবং সাধারণ সম্পাদক পদপ্রার্থী ড. টি এম মাহবুবুর রহমানকে দল থেকে বহিষ্কার করা হয়। তারা উভয়েই দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি পেয়েছেন।
কেএইচ/কেএসআর/এএসএম