মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্ত ব্যক্তিদের পুনর্বাসন সেবা ও অধিকার নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড (সিআরপি) এর উদ্যোগে জাতীয় পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
সিআরপি এবং সিবিএম গ্লোবাল ডিজএবিলিটি ইনক্লুশন-এর যৌথ বাস্তবায়নে পরিচালিত “ইকুইটেবল অ্যান্ড ইনক্লুসিভ হেলথ অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর পারসন্স উইথ ডিজএবিলিটি (EIHRPD)” প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় মূল আলোচ্য বিষয় ছিল মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্তদের পুনর্বাসন সেবা নিশ্চিত করা এবং তা সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় অন্তর্ভুক্ত করার প্রয়োজনীয়তা।
সিআরপি’র নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সোহরাব হোসেন স্বাগত বক্তব্যে এই খাতে পুনর্বাসন সেবার গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
আলোচনা পর্বে অংশ নেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা, যার মধ্যে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এনসিডিসি লাইন ডিরেক্টর প্রফেসর ড. সৈয়দ জাকির হোসেন, বিভাগীয় পরিচালক (ঢাকা), জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর, বাংলাদেশ রিহ্যাবিলিটেশন কাউন্সিল (বিআরসি)-এর রেজিস্ট্রার, বিওটিএ, বিপিএ, আইএসপিও, সিডাব, এসএসএলটি এবং সিআরপি-র বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞরা।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৈয়দ জাকির হোসেন বলেন, মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্তদের পুনর্বাসন সেবা করুণা নয়, এটি তাদের মৌলিক অধিকার। সরকারি ব্যবস্থার অংশ হিসেবে এই সেবা নিশ্চিত করতে হবে।
সভায় অংশগ্রহণকারীরা পুনর্বাসন নীতিমালার বাস্তবায়ন, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই কাঠামো গঠন, এবং স্বাস্থ্য পেশাজীবীদের চাকরি উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির ওপর জোর দেন।
এই জাতীয় অ্যাডভোকেসি সভা মেরুরজ্জুতে আঘাতপ্রাপ্তদের জন্য দীর্ঘমেয়াদি, মর্যাদাপূর্ণ ও অধিকতর কার্যকর পুনর্বাসন সেবার পথ তৈরি করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।
এসইউজে/এসএনআর/এমএস