সিলেটে বৃষ্টিতে বেড়েছ সব ধরনের সবজির দাম। বাজারে নষ্ট হয়ে যাওয়া বা উচ্ছিষ্ট হিসেবে ফেলে দেওয়ার মতো সবজিও প্রতিকেজি ৫০-৬০ টাকার কমে মিলছে না। বিক্রেতারা বলছেন, এখন সবজির মৌসুম নেই। বাজারে যেসসব সবজি রয়েছে সেগুলো আড়ত থেকেই চড়া দামে কিনতে হচ্ছে। যে কারণে ভোক্তা পর্যায়ে দাম কমার সম্ভাবনা নেই।
বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। ৫০-৬০ টাকা বা এর বেশি দামে। শুধু প্রতিকেজি পেঁপে ৩০-৩৫ টাকায় মিললেও এক কেজি ওজনের কোনো পেঁপে না থাকায় ৬০-৭০ টাকায় কিনতে হচ্ছে। সব মিলিয়ে সবজির বাজারে হিমশিম খেতে হচ্ছে মানুষজনকে।
গত এক সপ্তাহের ব্যবধানে দুয়েকটি সবিজর দাম ওঠানামা করলেও অধিকাংশ সবজির দামই চড়া।
এদিকে সিলেটে সবজির বাজারে অস্থিরতা থাকলেও স্বাভাবিক রয়েছে ব্রয়লার ও লেয়ার মুরগির দাম। গত সপ্তাহের মতো এ সপ্তাহেও প্রতিকেজি ব্রয়লার ১৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। স্বাভাবিক রয়েছে ডিমের দামও। বাজারে প্রতি হালি ডিম ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বুধবার (৩০ জুলাই) সকালে সিলেট নগরীর বন্দরবাজার, আম্বরখানা ও মদিনা মার্কেট ঘুরে দেখা গেছে, প্রতিকেজি পটল ৫০ টাকা, ঢেঁড়স ৫০-৬০ টাকা, পেঁপে ৩৫-৪০ টাকা, কচুমুখী ৪০ টাকা, শসা ৬০ টাকা, ঝিঙা ৫০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, করোলা ৮০ টাকা, জালি কুমড়ো প্রতি পিস ৬০-৭০ টাকা, পুঁইশাক প্রতিকেজি ৩০ টাকা, লাউ ১২০ টাকা, কাচা মরিচ ১৮০-২০০ টাকা, গাজর ১৪০-১৫০ টাকা, লাউ প্রতিপিস ১২০ টাকা ও টমেটো ১০০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
গত সপ্তাহে বাজারে পটল ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, করোলা ৮০ টাকা, লুবিয়া ৮০ টাকা, ঝিঙা ৭০ টাকা, গাজর ১৫০ টাকা, কচুমুখী ৪০ টাকা, পেঁপে ৪০ টাকা ও কুমড়ো প্রতিপিস ৬০-৭০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
বুধবার বাজার ঘুরে দেখা গেছে, বাজার ভেদে এসব সবজির দামে কিছুটা ছন্দপতন রয়েছে। বিশেষ করে রিকাবীবাজারে এসব সবজির দাম কেজি প্রতি ১৫-২০ টাকা বেশি ধরে বিক্রি হচ্ছে। আবার বন্দরবাজারে দর কষাকষি করলে কিছুটা কমেও পাওয়া যায়।
মদিনা মার্কেট এলাকার সবজি বিক্রেতা জনি দাস বলেন, এখন বৃষ্টির মৌসুম। কিন্তু সেই পরিমাণে বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ায় কিছু সবজির দাম ওঠানামা করছে। অবশ্য বৃষ্টি হলে কিছু কিছু সবজি কেনা দামের চেয়েও কম দরে বিক্রি করতে হচ্ছে। কারণ এগুলো পচে যাওয়ার সবচেয়ে কম দামে ছেড়ে দেওয়া ভালো।
বন্দরবাজার এলাকার সবজি বিক্রেতা হানিফ মিয়া বলেন, আড়তেই সবজির দাম বেশি। সিলেটের স্থানীয় কোনো সবজি বাজারে নেই। সবই দেশের বিভিন্ন অঞ্চল থেকে ব্যবসায়ীরা আনতে হচ্ছে। এতে করে খরচ বেড়ে যাচ্ছে বহুগুণে। আরও তিন চার মাসের আগে দাম কমার কোনো সুযোগ নেই।
আম্বরখানা এলাকার পোল্ট্রি ব্যবসায়ী হাছিব উদ্দিন বলেন, গত সপ্তাহের মতো ব্রয়লার মোরগের দাম স্বাভাবিক রয়েছে। আজ বাজারে প্রতিকেজি ব্রয়লার ১৫০ টাকা, সোনালি মোরগ ৩২০ ও প্রতিপিস লেয়ার মোরগের দাম ছিল ৫২০ টাকা।
মদিনা মার্কেটের মোরগ ব্যবসায়ী সজিবুল হোসেন বলেন, 'ব্রয়লার মোরগের দাম এই সপ্তাহে বাড়েনি। পাইকারি বাজারে কিছুটা কমেছে। তবে খুচরা বাজারে গত সপ্তাহের মতো এ সপ্তাহেও স্থিতিশীল রয়েছে।
আহমেদ জামিল/এমএন/এমএস