দেশজুড়ে

ফ্যাসিস্টকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে: ডা. জাহিদ

ফ্যাসিস্ট শাসনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার (৩০ এপ্রিল) বেলা ১১টার দিকে নীলফামারীতে শিক্ষক মাহেরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মাহেরীন ঢাকার মাইলস্টোনে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত হন।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, বিগত দিনে তত্ত্বাবধায়ক সরকার ৯০ দিনের মধ্যে নির্বাচন দিয়েছিল। অথচ এখন এক বছর হতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার নির্বাচন দেয়নি। উল্টো ফ্যাসিস্ট শাসনকে পুনর্জীবিত করার চেষ্টা চলছে। আমরা চাই দ্রুত নির্বাচন ও রাজনৈতিক সংস্কারের মাধ্যমে জবাবদিহিতামূলক সরকার গঠন হোক।

তিনি বলেন, মাহেরীন ছাত্রছাত্রীদের জীবন বাঁচানোর জন্য যে দায়িত্ব পালন করেছেন, এটা অনন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে। নিজের জীবন উৎসর্গ করে শিক্ষক হিসেবে ও মা হিসেবে সত্যিকার অর্থে আলোকিত মানুষের পরিচয় দিয়েছেন। এ কারণে তাকে শ্রদ্ধা জানানোর জন্য আমরা ছুটে এসেছি।

বিএনপির অধীনে চাঁদাবাজি ছড়িয়ে গেছে এনসিপি নেতা নাহিদ ইসলামের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ডা. জাহিদ বলেন, বিএনপি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে কথা বলার সময় চিন্তা করে কথা বলবেন। চাঁদাবাজি করতে গিয়ে কারা হাতেনাতে ধরা পড়ছে তা দেশের মানুষ দেখছে। আপনারা সদ্য জন্মগ্রহণ করেছেন। অনেক পথ পাড়ি দিতে হবে সে প্রস্তুতি নিন।

তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ দপ্তরে দলীয় লোক বসিয়ে একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিল ফ্যাসিস্ট আওয়ামী সরকার। ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তবে যারা গুম, হত্যা ও নির্যাতনে জড়িত, তাদের বিচার হওয়া প্রয়োজন। যাতে ভবিষ্যতে আর কোনো ফ্যাসিস্ট শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

এসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম, নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, যুগ্ম আহ্বায়ক মোস্তফা প্রধান বাচ্চু, সদস্য সচিব এ.এইচ.এম সাইফুল্লাহ রুবেল, সদস্য গোলাম মোস্তফা রঞ্জু, শেফাউল জাহাঙ্গীর আলম সেপু, আবু সাঈদ চৌধুরীসহ জেলা ও জলঢাকা উপজেলা বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

আমিরুল হক/জেডএইচ/এএসএম