শিক্ষা

এমপিওভুক্ত শিক্ষকদের ‘বিশেষ সুবিধা’, কারা কত টাকা পাবেন

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বিশেষ সুবিধা নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এতে কোন গ্রেডের শিক্ষকরা বিশেষ সুবিধা বাবদ কত শতাংশ হারে টাকা পাবেন, তা জানানো হয়েছে।

বুধবার (৩০ জুলাই) বিকেলে মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, বেসরকারি মাদরাসা ও বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতনস্কেলের তুলনীয় গ্রেড-৯ হতে তদূর্ধ্ব (উপরের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ থেকে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা প্রাপ্য হবেন।

আরও পড়ুন এমপিওভুক্ত শিক্ষকদের ‘পরীক্ষামূলক বদলি’ শুরু এ সপ্তাহেই দশম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন বাড়বে কত, পাবেন আরও যত সুবিধা

গ্রেড-১০ হতে তদনিম্ন (নিচের) গ্রেডে অন্তর্ভুক্ত শিক্ষক-কর্মচারীরা ১ জুলাই ২০২৫ হতে প্রতিবছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১৫ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন। তবে কেউই ১৫০০ টাকার কম পাবেন না।

মাউশির তথ্যানুযায়ী, দেশে ২২ হাজার ১৭৪টি এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীর সংখ্যা ৩ লাখ ৫৯ হাজার ৬০৮ জন।

এএএইচ/বিএ/এএসএম