সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রী হত্যার দায়ে স্বামী মতিউর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে এক লাখ টাকার অর্থদণ্ড দেওয়া হয়। ১৩ বছর পর এ হত্যাকাণ্ডের রায় দেওয়া হলো।
বুধবার (৩০ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এর বিচারক বেগম সালমা খাতুন এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মাসুদুর রহমান জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, ২০১০ সালের ২ জুন সাবিনা ইয়াসমিনের সঙ্গে মতিউর রহমানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই মতিউর তার স্ত্রীর কাছে দুই লাখ টাকা যৌতুক দাবি করেন।
যৌতুকের টাকা দিতে অস্বীকার করায় সাবিনাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন মতিউর। এরই একপর্যায়ে ২০১১ সালের ২৯ সেপ্টেম্বর সকালে তাড়াশ উপজেলার দক্ষিণ মথুরাপুর গ্রামের একটি ধান ক্ষেতের মধ্যে থেকে সাবিনা ইয়াসমিনের গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুর রাজ্জাক একটি হত্যা মামলা করেন। এরপর দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ শেষে এ মামলায় রায় দিলেন আদালত।
এম এ মালেক/জেডএইচ/জিকেএস