আন্তর্জাতিক

রাশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, চিলির উপকূলজুড়ে সুনামি সতর্কতা

রাশিয়ার প্রত্যন্ত কামচাটকা অঞ্চলে ক্লুচেভস্কয় আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। এর আগে ওই অঞ্চলে একটি ভূমিকম্প অনুভূত হয়। রুশ বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, দেশটির বিজ্ঞান অ্যাকাডেমির ভূতাত্ত্বিক বিভাগের স্থানীয় শাখা এই অগ্ন্যুৎপাতের তথ্য নিশ্চিত করেছে।

এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে আগ্নেয়গিরির অবস্থা নজরদারির মধ্যে রয়েছে।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ চিলির উপকূলীয় এলাকাগুলোতে সুনামির রেড অ্যালার্ট জারি করা হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেড জানিয়েছে, উত্তরাঞ্চলের আরিকা ও পারিনাকোটা অঞ্চল থেকে দক্ষিণের মাগালানেস পর্যন্ত উপকূলবর্তী সকল পৌরসভায় এই সতর্কতা জারি করা হয়েছে।

এক বিবৃতিতে সেনাপ্রেড জানিয়েছে, এই রেড অ্যালার্ট ঘোষণার অর্থ হচ্ছে- ঘটনার ব্যাপকতা ও তাৎপর্য বিবেচনায় রেখে প্রয়োজনীয় ও বিদ্যমান সব ধরনের সম্পদ ও জনবল সক্রিয় করা হবে। পাশাপাশি, সংস্থাটি স্থানীয় দলগুলোকে উপকূলীয় এলাকা থেকে মানুষ সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে।

চিলির শিক্ষা মন্ত্রণালয় উপকূলীয় আরিকা, পারিনাকোটা ও লস লাগোস অঞ্চলের সব শিক্ষাপ্রতিষ্ঠানে শ্রেণিকক্ষে পাঠদান সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এই দুটি ঘটনাই ভূতাত্ত্বিক অস্থিরতার প্রেক্ষাপটে ঘটেছে ও পরিস্থিতি ঘিরে সংশ্লিষ্ট দেশগুলোতে উচ্চ সতর্কতা জারি রয়েছে।

সূত্র: আল জাজিরা

এসএএইচ