বিভিন্ন কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিতে এক-পঞ্চমাংশ স্বতন্ত্র পরিচালক নিয়োগের বাধ্যবাধকতা রয়েছে। এর মধ্যে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বেঁধে দেওয়া হলেও অনেক কোম্পানি ব্যর্থ হয় এবং ওইসব কোম্পানি সময় বাড়ানোর আবেদন করে।
কোম্পানিগুলোর আবেদনের পরিপ্রেক্ষিত্রে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে সময় বাড়িয়ে মঙ্গলবার (২৯ জুলাই) বিএসইসি থেকে এ সংক্রান্ত চিঠি ইস্যু করা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ২০২৪ সালের ২৯ এপ্রিল প্রকাশিত গেজেটে এক বছর সময় দিয়ে গত ২৯ এপ্রিল পর্যন্ত প্রতিটি তালিকাভুক্ত কোম্পানিতে কমপক্ষে একজন নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের জন্য সময়সীমা দেওয়া হয়েছিল। কিন্তু অনেক কোম্পানি এ শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছে। ওইসব কোম্পানি থেকে সময় বাড়ানোর জন্য আবেদন করা হয়েছে। যার আলোকে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
এমএএস/এএমএ