বাংলাদেশে ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের নতুন নির্দেশনার আলোকে আগামী ১ সেপ্টেম্বর থেকে এটিএম লেনদেনের ফি ও সীমা সংক্রান্ত নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক (এসসিবি)।
নতুন নিয়ম অনুযায়ী অন্য কোনো ব্যাংকের এটিএম বুথ থেকে ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তোলার ক্ষেত্রে গ্রাহক প্রতি মাসে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। একবারে উত্তোলনের সীমা হবে ২০ হাজার টাকা। এছাড়া মাসে প্রথম পাঁচটি লেনদেনের জন্য ফি হবে ১৫ টাকা করে। এরপর (৬ষ্ঠ লেনদেন থেকে) প্রতি লেনদেনে ৩০ টাকা করে ফি প্রযোজ্য হবে।
তবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের কর্মী গ্রাহকদের জন্য থাকছে বিশেষ সুবিধা। তারা মাসে প্রথম ৬টি লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করতে পারবেন অন্য ব্যাংকের এটিএম বুথে। সপ্তম লেনদেন থেকে প্রতি লেনদেনে ৩০ টাকা করে ফি দিতে হবে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এটিএম ব্যবহারে কোনো ফি লাগবে না। এ ব্যাংকের নিজস্ব বুথ থেকে গ্রাহকরা দিনে সর্বোচ্চ তিন লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন, যা নির্ভর করবে গ্রাহকের কার্ডের ধরন অনুযায়ী।
স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হেড অব ডিপোজিটস, ওয়েলথ অ্যান্ড রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাভিদ হাসানের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ পরিবর্তনের মাধ্যমে গ্রাহকদের লেনদেন ব্যবস্থায় স্বচ্ছতা এবং আর্থিক ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ আরও জোরদার হবে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ।
ইএআর/এমকেআর/এএসএম