দেশজুড়ে

নাগরপুরে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

টাঙ্গাইলের নাগরপুর শহরতলীতে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলশিক্ষক মুক্তিযোদ্ধা গোবিন্দ লাল সরকার (৬৩) মারা গেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার দুয়াজানী গ্রামে তার নিজ বাড়িতে ডিশ লাইনের সংযোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে।দুপুরে মরদেহ দীর্ঘদিনের কর্মস্থল উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। মৃতের শ্যালক গৌর চন্দ্র আচার্য জানান, তার স্ত্রী-সন্তান ঢাকায় থাকার কারণে ওইদিন শিক্ষক গোবিন্দ লাল সরকার বাড়িতে একাই ছিলেন। ডিশ লাইনে ত্রুটির কারণে সকালে টেলিভিশন দেখতে তার সমস্যা হচ্ছিল। এ কারণে তিনি সকালে ডিশ লাইনের টেকনিশিয়ানের খোঁজ করছিল। প্রতিবেশি দোকানি হাবিবুর জানান, সকাল সাড়ে ৮টার দিকে ডিশ লাইনের লোক না পেয়ে তিনি নিজেই তার টেলিভিশনে ডিশ লাইনের ছকেট লাগতে যান। এসময় ডিশের তারে বিদ্যুতায়িত হয়ে তিনি মারা যান।আরিফ উর রহমান টগর/এআরএ/পিআর