দেশজুড়ে

নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই

নিজের মধ্যে পরিবর্তন আনার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেছেন, ২০২৪-এ আমাদের সন্তানেরা আমাদের চোখের সামনে জীবন দিয়েছে, আর আমরা পরিবর্তন হতে পারবো না, তা হয় না। নিজেরা পরিবর্তন হয়ে দেশকে পরিবর্তন করার বিকল্প নেই।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে মতবিনিময় সভায় তিনি একথা বলেন।

খুলনা বিভাগীয় পর্যায়ের এবং খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল ও পিরোজপুর জেলার সব দপ্তরপ্রধান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে ‌‘পরিবর্তিত পরিস্থিতিতে ভূমিকা পালন’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সরকারের সার্বভৌম ক্ষমতার প্রয়োগ হয় সরকারি দপ্তরগুলোর মাধ্যমে। সরকারি কর্মকর্তাদের এটাকে জনসাধারণের প্রতি দায়বদ্ধতার জায়গা থেকে অনুধাবন করতে হবে এবং সে অনুসারে কাজ করতে হবে। জনগণের টাকায় সরকারি কর্মচারীদের বেতন হয়। সুতরাং জনগণকে তার প্রাপ্যসেবা বা তাদের হক থেকে বঞ্চিত করার কোনো সুযোগ নেই।’

তিনি বলেন, ‘সেবা নিতে সরকারি দপ্তরে আসা সাধারণ মানুষেরাই যে দেশের মালিক, সেকথা আমরা ভুলে যাই। সেবা প্রদানের জন্য প্রয়োজনে জনসাধারণের কাছে যেতে হবে। কীভাবে সহজে সেবা দেওয়া যায় তা খুঁজে বের করতে হবে। সদয় আচরণের মাধ্যমে মানুষের মাঝে সুবিচার পৌঁছে দেওয়া এখন সময়ের দাবি।’

এসময় উপস্থিত ছিলেন খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার, পুলিশের খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক প্রমুখ।

আরিফুর রহমান/এসআর/জেআইএম