জাতীয়

সচিব হলেন দুই কর্মকর্তা

জনপ্রশাসনে সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুই কর্মকর্তা। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই দুই কর্মকর্তাকে সচিব করে বৃহস্পতিবার (৩১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। একই সঙ্গে পদোন্নতির পর তাদের নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।

অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব সিরাজুন নূর চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির (এনএপিডি) মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. এ কে এম শাহাবুদ্দিনকে সচিব পদে পদোন্নতি দেওয়ার পর জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির (নাডা) রেক্টর করা হয়েছে।

আরএমএম/ইএ