জাতীয়

টানা বৃষ্টিতে খেটে খাওয়া মানুষের দুর্ভোগ

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টির ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের।

শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে রাজধানীর মৌচাক, মালিবাগ, মগবাজার ওয়ারলেস মোড় ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা।

মৌচাক মোড়ে কথা হয় রিকশাচালক জাবেদ হোসেনের সঙ্গে। জাগো নিউজকে তিনি বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়। ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে।

আরও পড়ুন

ঢাকায় দিনভর বৃষ্টির আভাস আটক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন

বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীরাও। ছুটির দিনে কাজে বের হওয়া অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই ভিজে ভিজে কাজে বের হন।

ভ্যানচালক জাহাঙ্গীর হোসেন জাগো নিউজকে বলেন, বর্ষাকালের বৃষ্টি লাগাতার হলেই আমদের কষ্ট বাড়ে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও যানজট। সবকিছু মিলিয়েই বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।

আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। আজ শুক্রবার বিকেলে বৃষ্টি কমতে পারে। এছাড়া আজকের তুলনায় আগামীকাল বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। এরপর আবার বাড়তে পারে।

আরএএস/কেএসআর/এমএস