১ উইকেটে ১২৯, ৩ উইকেটে ইংল্যান্ডের রান ছিল ১৭৫। প্রথম ইনিংসে ভারতকে ২২৪ রানে গুটিয়ে দেওয়া ইংলিশরা বড় লিড পেতে যাচ্ছে, মনে হচ্ছিল তখন। কিন্তু হঠাৎ তাদের ব্যাটিং ধসিয়ে দিয়েছেন মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণরা। ওভাল টেস্টে লড়াইয়ে ফিরেছে ভারত। বৃষ্টিতে আপাতত খেলা বন্ধ রয়েছে। ইংল্যান্ডের প্রথম ইনিংসে সংগ্রহ ৪ উইকেটে ২৪২ রান। লিড এখন ১৮ রানের। হ্যারি ব্রুক ৪৮ আর জশ টাঙ ০ রানে অপরাজিত আছেন।
জ্যাক ক্রলি আর বেন ডাকেট ওপেনিং জুটিতে ৯২ রান এনে দেন ইংল্যান্ডকে। ডাকেট ৩৮ বলে ৪৩ রানের মারকুটে ইনিংস খেলে আউট হন। ক্রলিও ফিফটি তুলে ৫৭ বলে ৬৪ করেন।
এরপর অনেকটা সেট হয়ে গিয়েছিলেন ওলি পোপ আর জো রুট। দুই সেট ব্যাটারকেই এলডিব্লিউয়ের ফাঁদে ফেলেছেন মোহাম্মদ সিরাজ। পোপ ২২ আর রুট ফেরেন ২২ করে। জ্যাকব বেথেলকেও (৬) এলবিডব্লিউ করেন সিরাজ।
দুইশর আগে (১৯৫ রানে) ৫ উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ৪৩তম ওভারে জোড়া শিকার করেছেন প্রসিধ কৃষ্ণ। জেমি স্মিথ ৮ আর জেমি ওভারটন সাজঘরে ফিরেছেন শূন্য রানেই। ৪০ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে হঠাৎ বিপদে পড়ে ইংল্যান্ড।
হ্যারি ব্রুক একটা প্রান্ত ধরে তবু লিড এনে দিয়েছেন ইংল্যান্ডকে। ব্রুকের সঙ্গে গুস এটকিনসন গুরুত্বপূর্ণ ১১ রান করেন। চোটে ছিটকে পড়ায় ক্রিস ওকস ব্যাটিং করতে পারবেন না। শেষ ব্যাটার জশ টাঙই শেষ ভরসা ব্রুকের।
প্রসিধ কৃষ্ণ ৪টি আর মোহাম্মদ সিরাজ নিয়েছেন ৩ উইকেট।
এমএমআর