খেলাধুলা

লঙ্কা প্রিমিয়ার লিগ মাঠে গড়াবে ২৭ নভেম্বর

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসর মাঠে গড়াবে চলতি বছরের ২৭ নভেম্বর। শ্রীলঙ্কা ক্রিকেট শুক্রবার (১ আগস্ট) নিশ্চিত করেছে এই খবর।

শ্রীলঙ্কার সবচেয়ে বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টটি হবে তিনটি ভেন্যুতে। ভেন্যুগুলো হলো-কলম্বোর প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়াম, পাল্লেকেলের পাল্লেকেলে ক্রিকেট স্টেডিয়াম এবং ডাম্বুলার আর ডাম্বুলা ক্রিকেট স্টেডিয়াম।

টুর্নামেন্ট ডিরেক্টর সামান্থা দুদানভেলা মনে করছেন, এলপিএলের এই আসরটি আগামী বছর ভারত এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

চলতি বছরের এলপিএলের ফাইনাল হবে ২৩ ডিসেম্বর।

এমএমআর/এমএস