দেশের প্রখ্যাত গায়ক মনির খান। তার জন্মদিন ছিল ১ আগস্ট। এই দিনে পরিবারের সদস্য, ভক্ত-অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। তবে সেরা আবেগী বার্তাটি তিনি পেয়েছেন তার গুরু গীতিকার ও সুরকার মিল্টন খন্দকারের কাছ থেকে।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি স্মৃতিকাতর হয়ে লেখেন, ‘ভারতবর্ষের মানচিত্র আঁকতে গেলে বাংলাদেশের মানচিত্রও আঁকা হয়ে যায়! ছোটবেলায় এই বিষয়টি আমাকে অন্যরকম এক ভালোলাগা এনে দিত। বড়বেলায় এসে দেখি এই ছেলেটির নাম কোথাও উচ্চারিত হলেই অনেকের সাথে আমার নামটাও এসে পড়ে! সত্যি বলছি- বড়বেলার ভালো লাগা আমাকে একটু অহংকারী করে তুলেছে।’
পোস্টের শেষে তিনি মনির খানকে উদ্দেশ করে লিখেছেন, ‘শুভ জন্মদিন মনির খান....’
মনির খান ও মিল্টন খন্দকারের সম্পর্ক শুধুই গায়ক-গীতিকারের মধ্যে সীমাবদ্ধ নয় বরং অনেকটা গুরু-শিষ্য ও পরিবারের মতো ঘনিষ্ঠ। মনির খানের ক্যারিয়ারের প্রথম অ্যালবামের কারিগর মিল্টন খন্দকার। মনিরের কণ্ঠে তুমুল জনপ্রিয় ‘অঞ্জনা’ গানের স্রষ্টাও তিনি।
এলআইএ/এমএস