চট্টগ্রামের আনোয়ারার রায়পুর ইউনিয়নে সাপের ছোবলে নাঈমা আকতার (১৩) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১ আগস্ট) রাত ৩টার দিকে সরেঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নাঈমা রায়পুর ইউনিয়নের সরেঙ্গা গ্রামের বকশি মিয়াজি বাড়ির মোহাম্মদ হাসানের মেয়ে। সে স্থানীয় মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
জানা যায়, রাতে ঘুমন্ত অবস্থায় ওই কিশোরীকে সাপ ছোবল দেয়। পরিবারের সদস্যরা তাকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে নাঈমাকে মৃত ঘোষণা করা হয়।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, সাপের ছোবলে আহত কিশোরীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।
এমআরএম/এমএস