জাতীয়

প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

রাজধানীর কদমতলীতে একটি প্লাস্টিক কারখানায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তপন কান্তি (৩৫) নামের এক টেকনিশিয়ান মৃত্যু হয়েছে।

শনিবার (২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে শ্যামপুর লাল মসজিদ সংলগ্ন ৬ নম্বর গলির ‘জনপ্রিয় প্লাস্টিক কারখানায়’ এ দুর্ঘটনা ঘটে।

তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই টেকনিশিয়ানের সহকর্মী রানা বলেন, বেলা সাড়ে ১১টার দিকে ওই প্লাস্টিক কারখানায় মেশিনে সুইচ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অচেতন হয়ে যান তিনি। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, নিহত ব্যক্তির বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। পেশায় টেকনিশিয়ান ছিলেন। এক ছেলে এক মেয়ের জনক ছিলেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমআরএম/এএসএম