দেশজুড়ে

ভোলায় অটোরিকশা চার্জ দি‌তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

ভোলায় অটো‌রিকশা চার্জ দি‌তে‌ গি‌য়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সাহাবু‌দ্দিন (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। নিহত সাহাবু‌দ্দিন ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খাঁগো বা‌ড়ির মো. ইয়া‌ছিনের ছেলে।

শ‌নিবার রাত সাড়ে ১০টার দিকে বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহম আলী হা‌জী বা‌ড়িতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, সাহাবু‌দ্দিন একজন অটোচালক। সারা‌দিন অটো চা‌লি‌য়ে রাতে রহম আলী হা‌জীর বা‌ড়িতে অটো‌রিকশা চার্জ দি‌তে আসেন। পরে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে আহত হন। তার প‌রিবারের সদস্য ও স্থানীয়রা তা‌কে উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লে‌ক্সে নিয়ে গে‌লে চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

বোরহানউদ্দিন থানার এসআই অসীম কুমার ঘটনার সত্যতা নি‌শ্চিত করেন।

জুয়েল সাহা বিকাশ/এমআরএম