রাজধানীর শাহবাগে ছাত্রদলের সমাবেশ ঘিরে নেতাকর্মীদের ব্যাপক সমাগম ঘটেছে। এই সমাবেশ উপলক্ষে একাধিক সেবামূলক উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। এতে স্বস্তি প্রকাশ করেছেন সমাবেশে অংশ নিতে আসা নেতাকর্মীরা।
রোববার (৩ আগস্ট) দুপুর ১২টার পর দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে সমাবেশস্থলের আশপাশে পানি ছিটানো হয়, যাতে নেতাকর্মীদের চলাচলে অসুবিধা না হয়। বারডেম, বিএমইউ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশপথঘেঁষা শাহবাগ মোড় ও পার্শ্ববর্তী সড়কে পানি ছিটানো হয়।
ছাত্রদলকর্মীরা জানান, সকাল থেকেই রোদের মধ্যে ধুলাবালির ভোগান্তিতে পড়তে হচ্ছিল। তবে দুপুরের পর সিটি করপোরেশনের এই উদ্যোগের ফলে পরিবেশ অনেকটাই সহনীয় হয়ে ওঠে।
দিনাজপুর থেকে আগত ছাত্রদলকর্মী নিশাত বলেন, সকাল থেকে প্রচণ্ড ধুলাবালি উড়ছিল। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন পানি ছিটানোর পর পরিবেশটা অনেক ভালো হয়েছে। এখন আর ধুলা উড়ছে না, রাস্তা শুকিয়েও গেছে।
ঢাকা মহানগর থেকে আসা ছাত্রদলকর্মী সাব্বির বলেন, পানি ছিটানোর সময় কিছুটা ভিজে গেলেও পরে শুকিয়ে যায়। এতে পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে এবং নেতাকর্মীদের শারীরিক অস্বস্তিও কমে।
আরও পড়ুন
শাহবাগে সমাবেশ: বৃষ্টি উপেক্ষা করেই শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীরাএদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশন ভ্রাম্যমাণ টয়লেটের ব্যবস্থা করে নেতাকর্মীদের প্রশংসা কুড়িয়েছে। শাহবাগ ফুল মার্কেট ও শিশুপার্ক সংলগ্ন এলাকায় ভ্রাম্যমাণ টয়লেট বসানো হয়, যাতে দূর-দূরান্ত থেকে আগত অংশগ্রহণকারীরা সহজেই ব্যবহার করতে পারেন।
বাড্ডা থেকে আসা ছাত্রদলকর্মী নাঈম বলেন, আমরা ঢাকার বাসিন্দা বলে সমস্যা হয়নি, তবে ঢাকার বাইরে থেকে যারা এসেছেন, তাদের জন্য এই ব্যবস্থা খুব দরকার ছিল। সবচেয়ে ভালো লেগেছে—নারী ও পুরুষদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা ছিল।
ছাত্রদলকর্মী সাব্বির বলেন, সকাল ৭টার দিকে এসে টয়লেটের প্রয়োজন পড়ে। অনেকক্ষণ অপেক্ষার পর শুনি মোবাইল টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। সেখানে গিয়ে স্বস্তিতে কাজ সেরে নিয়েছি। নারীরাও আসছেন, কারণ তাদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
এই দুই সিটি করপোরেশনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছেন, রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে যদি সিটি করপোরেশনগুলো এমনভাবে সহায়তা করে, তাহলে জনদুর্ভোগ কমবে এবং কর্মসূচির পরিবেশও থাকবে শৃঙ্খলিত।
ইএআর/বিএ/এমএস