দেশজুড়ে

ছবি তুলতে গিয়ে নো ম্যানস ল্যান্ডে আটক ২ কিশোরকে ফেরত দিলো বিএসএফ

নো ম্যানস ল্যান্ডে গিয়ে মোবাইলে ছবি তোলার সময় ধরে নিয়ে যাওয়া দুই কিশোরকে ছেড়ে দিয়েছে বিএসএফ। শনিবার (২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১১টার দিকে তাদের বিজিবির হাতে হস্তান্তর করা হয়।

এর আগে বিকেলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পরে স্বজনদের কাছ থেকে খবর পেয়ে বিজিবি কর্মকর্তারা বিএসএফের সঙ্গে যোগাযোগ করে দুই কিশোরকে ফেরতের অনুরোধ জানান। এর প্রেক্ষিতে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

দুই কিশোর হলো, উপজেলার কর্মধা ইউনিয়নের কালিটি চা-বাগানের শ্রমিক সঞ্জয় শীলের ছেলে সুবর্ণ শীল (১৬) ও রামানা নাইডুর ছেলে প্রসেনজিৎ নাইডু (১৬)।

বিজিবির ৪৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া বলেন, দুই কিশোর শনিবার বিকেলে একটি মোটরসাইকেলে করে আলীনগর সীমান্ত এলাকায় বেড়াতে যায়। একপর্যায়ে মোটরসাইকেল রেখে তারা এক হাজার ৮৪৫ নম্বর মূল সীমান্ত খুঁটি অতিক্রম করে ভারতে ঢুকে পড়ে। সেখানে দুজনে মোবাইলে ছবি তুলছিল। এ সময় বিএসএফের টহলদলের নজরে পড়ে বিষয়টি। তারা (বিএসএফ) দুই কিশোরকে আটক করে তাদের ক্যাম্পে নিয়ে যায়।

তিনি বলেন, স্বজনেরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে বিষয়টি সংশ্লিষ্ট এলাকায় ক্যাম্পের লোকজনকে জানান। এরপর সীমান্তের ওপারের বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তারা বিষয়টি নিশ্চিত হন। পরে রাত পৌনে ১১টার দিকে কুলাউড়ার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর অভিবাসন তদন্ত কেন্দ্র (আইসিপি) দিয়ে বিএসএফ দুই কিশোরকে হস্তান্তর করে। এ সময় কিশোরদের স্বজনেরাও সেখানে উপস্থিত ছিলেন।

এ এস এম জাকারিয়া বলেন, আটকের পর বিএসএফ তাদের মারধর করেনি। কোনো নির্যাতন চালায়নি। দুই কিশোরকে কুলাউড়া থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।‌

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, এ ঘটনায় ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগে দুই কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের মৌলভীবাজারের আদালতে পাঠানো হবে।

ওমর ফারুক নাঈম/আরএইচ/জিকেএস