আইসক্রিম উৎপাদনকারী কোম্পানি সেভয়ের সঙ্গে ‘অংশীদারত্ব’ চুক্তি করেছে মোবাইল ফোন অপারেটর বাংলালিংক। এ চুক্তির ফলে বাংলালিংকের অরেঞ্জ ক্লাবের সদস্যরা অনলাইনে সেভয় আইসক্রিম কেনাকাটায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন।
রোববার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশজুড়ে সেভয় গ্যালারি আউটলেটগুলোতে স্কুপস ও মিল্কশেকসহ বিভিন্ন এলিট পণ্যে অরেঞ্জ ক্লাবের সদস্যরা ১০ শতাংশ বিশেষ ছাড়ও পাবেন।
সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয়— টাইগার্স ডেনে এ চুক্তি হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের জ্যেষ্ঠ ব্যবস্থাপক জাইন জামান ও লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার।
চুক্তি সই অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানটির লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান এবং লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার।
অন্যদিকে, সেভয়ের পক্ষে ছিলেন কোম্পানির সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার (মার্কেটিং) মো. ওয়াকিদ হায়দার, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ (মার্কেটিং) ইশান সাবুকতাগিন, সৈয়দ সাইরাস তারান্নুর ও ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (মার্কেটিং) নূর মুহাম্মদ খান মাহি।
বাংলালিংকের মার্কেটিং অপারেশন্স ডিরেক্টর মেহেদী আল আমিন বলেন, ‘অরেঞ্জ ক্লাবের সদস্যদের জীবনে বাড়তি স্বাচ্ছন্দ্য যুক্ত করতে প্রতিশ্রুতিবদ্ধ বাংলালিংক। আর সেভয়ের সঙ্গে আমাদের অংশীদারত্ব সেই অঙ্গীকারের প্রতিফলন’।
সেভয় আইসক্রিমের সিনিয়র গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার (মার্কেটিং) মো. ওয়াকিদ হায়দার বলেন, ‘বাংলালিংকের সঙ্গে অংশীদারত্ব করতে পেরে আমরা আনন্দিত। আমরা বাংলালিংকের সবচেয়ে বিশ্বস্ত গ্রাহকদের কাছে আমাদের মানসম্পন্ন পণ্য ও সতেজ অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।’
কেএইচকে/এমআরএম/জিকেএস