বিনোদন

স্বামী ও দুই বন্ধুর সাফল্যে যা বললেন শাহরুখের স্ত্রী

৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। এই আনন্দঘন মুহূর্তে উচ্ছ্বাস প্রকাশ করলেন গৌরী খান। নিজের সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। সেইসঙ্গে শুভেচ্ছা দিয়েছেন সেরা অভিনেত্রী ও সেরা জনপ্রিয় ছবির পুরস্কার জিতে নেওয়া রানি মুখার্জি ও করণ জোহরকেও।

একসঙ্গে শাহরুখ, রানি ও করণের ছবি শেয়ার করে গৌরী লিখেছেন, ‘আমার তিনজন প্রিয় মানুষ বিশাল জয় পেয়েছে... আর সঙ্গে সঙ্গে আমাদের হৃদয়ও। যখন প্রতিভার সঙ্গে মানবিকতা মিশে যায়, তখন জাদু ঘটে। আমি গর্বিত এবং চিরকাল এদের নিয়ে গর্ব করতেই থাকব।’

পুরস্কার ঘোষণার পর থেকেই দেশজুড়ে অভিনন্দন বার্তার ঢল নেমেছে। নিজেও আবেগে ভেসেছেন করণ জোহর। সামাজিক মাধ্যমে শাহরুখ ও রানি সম্পর্কে করণ লেখেন, ‘শাহরুখ ভাই… এটা ৩৩ বছরের পথচলার ফল। তুমি প্রতিটি চরিত্রে ভারতীয় সিনেমার নতুন সংজ্ঞা দাঁড় করাও। জওয়ানসহ তোমার প্রতিটি ছবিই প্রমাণ যে তুমি কত অসাধারণ অভিনেতা।’

রানি মুখার্জিকে উদ্দেশ করে করণ লেখেন, ‘তোমার অভিনয় যেন এক ঘুষির মতো আঘাত করেছে প্রতিটি দর্শকের মনে। তুমি এমনভাবে আবেগ ছড়িয়ে দিয়েছ, যেটা খুব কম শিল্পীর পক্ষেই সম্ভব। তুমি সব সময়ই সেরা।’

শাহরুখ খান সেরা অভিনেতা হয়েছেন ‘জওয়ান’ ছবির জন্য। ছবিটি একটি রুদ্ধশ্বাস অ্যাকশন থ্রিলার, যেখানে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি। একজন বাবা, অন্যজন ছেলে। এই বিভাগে পুরস্কার ভাগ করে নিয়েছেন বিক্রান্ত ম্যাসি, যিনি ‘১২তম ফেল’ ছবিতে দুর্দান্ত অভিনয় করেছেন।

রানি মুখার্জি সেরা অভিনেত্রী হয়েছেন ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবির জন্য। করণ জোহর ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির জন্য পেয়েছেন সেরা জনপ্রিয় ছবি (সামগ্রিক বিনোদনের জন্য) বিভাগে পুরস্কার।

এলআইএ/এএসএম