রাজধানী ঢাকার অলিগলিতে হাঁটলেও চোখে পড়ে ইংলিশ মিডিয়াম স্কুল। এসব স্কুলে শিক্ষার্থীতেও ঠাসা। অনেক ইংলিশ মিডিয়াম স্কুলই মানহীন। তারপরও ছেলেমেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতেই বেশি আগ্রহী অভিভাবকরা।
সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়ালেই বাবা-মা কিংবা অভিভাবককে এখন গুনতে হবে ভ্যাট-ট্যাক্স। তাদের আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে সরকার। সম্প্রতি সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে জারি করা এক অধ্যাদেশ থেকে এ তথ্য জানা গেছে।
‘সরকারের আর্থিক প্রস্তাবনাবলি কার্যকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে প্রণীত’ অধ্যাদেশের ১২১(ক)-এর ৩ নম্বর ধারায় বিষয়টির উল্লেখ রয়েছে। সেখানে কাদের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক তা উল্লেখ করা হয়েছে। ২৪টি ক্ষেত্রের মধ্যে ১৭ নম্বরে বলা হয়েছে, সিটি করপোরেশন, জেলা সদর বা পৌরসভায় অবস্থিত ইংরেজি মাধ্যম স্কুলে শিশু বা পোষ্য ভর্তির ক্ষেত্রে বাবা-মা অথবা আইনগত অভিভাবকের আয়কর রিটার্ন জমা বাধ্যতামূলক।
আরও পড়ুনযে ২৪ আর্থিক-নাগরিক সেবায় আয়কর রিটার্ন বাধ্যতামূলকতবে অধিকাংশ ইংলিশ মিডিয়ামে পড়া শিক্ষার্থীদের অভিভাবক রিটার্ন জমা দেন না বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শন শাখার কর্মকর্তারা। একজন কর্মকর্তা জানান, সম্প্রতি তারা এ নিয়ে বিভিন্ন ইংলিশ মিডিয়াম স্কুলের কাছে তথ্য চেয়েছিলেন যে ভর্তির সময় বা ভর্তির পর পরের ক্লাসে উত্তীর্ণ হওয়ার সময়ে শিক্ষার্থীর বাবা-মায়ের রিটার্ন দাখিলের প্রমাণপত্র তারা রাখেন কি না। সেখানে অধিকাংশ স্কুলই এটা রাখেন না বা নথিভুক্ত করেন না বলে জানিয়েছে।
ঢাকা শিক্ষা বোর্ড থেকে বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্রতিবছর অভিভাবকের আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র ভর্তির সঙ্গে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তারা।
এদিকে, স্কুল মিডিয়াম স্কুলে পড়ুয়া কয়েকজন শিক্ষার্থীর বাবা-মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, তাদের অনেকের ট্যাক্স আইডেন্টিফিকেশন নম্বরও (টিন আইডি) নেই। ফলে তারা আয়কর রিটার্ন দেন না। তাদের মধ্যে অনেকে বেসরকারি চাকরিজীবী আবার অনেকে ব্যবসায়ী। বিষয়টি সম্পর্কে তারা অবগত নয় বলেও দাবি করেন। তবে কোনো অভিভাবক এ নিয়ে গণমাধ্যমে নাম প্রকাশ করে কথা বলতে রাজি হননি।
এএএইচ/এমএএইচ/জেআইএম