আগামীকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের তিন বিভাগের অধিকাংশ স্থানে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। এগুলো হলো- ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ। এছাড়া অন্য পাঁচ বিভাগের কোথাও কোথাও বৃষ্টি হতে পারে।
সোমবার (৪ আগস্ট) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক জাগো নিউজকে বলেন, বর্ষাকাল তাই সারাদেশেই বৃষ্টি হচ্ছে। ঢাকায় আগামী কয়েকদিন বৃষ্টি হবে সেটা গতকালই আমরা জানিয়েছি।
আরও পড়ুনএনসিপি ‘কিংস পার্টি’: টিআইবির নির্বাহী পরিচালক ৮৮ হাজার টাকা পর্যন্ত কমছে হার্টের রিংয়ের দামআগামীকাল মঙ্গলবার সকালে রাজধানীতে বৃষ্টি হতে পারে। এছাড়া অন্য সময় থেমে থেমে বৃষ্টি হতে পারে। তবে রাজধানীতে ভারী বৃষ্টির সম্ভাবনা কম। রাজধানীতে কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ।
এছাড়া রংপুর, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও হালকা থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আরএএস/কেএসআর