ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে আটকদের পরিচয় জানা যায়নি।জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে পুলিশের বিশেষ অভিযানে ৩৮ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সদর থানায় ছয় জন, আশুগঞ্জে চার জন, নাসিরনগরে ১২ জন, নবীনগরে চার জন, বাঞ্ছারামপুরে একজন, কসবায় সাত জন, আখাউড়ায় দুইজন এবং বিজয়নগর থানায় দুইজন রয়েছেন।আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর