জুলাই গণঅভ্যুত্থানের এক বছর আজ। ছাত্র-জনতার আন্দোলনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার অবসান ঘটে গত বছরের ৫ আগস্ট।
আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তির দিন ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজন করা হয়েছে নানান অনুষ্ঠান। এরই মধ্যে রাখা হয়েছে শেখ হাসিনার দৌড়ে পালানোর একটি খেলা। যেখানে ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে হাসিনার দৌড়ানো ও ট্রেড মিলের মাধ্যমে ধাওয়া দেওয়ার প্রক্রিয়া রাখা হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত অনুষ্ঠান ঘুরে এমন চিত্র দেখা গেছে।
এদিন সকাল থেকে আয়োজন করা হয়েছে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গান, নাটক ও আলোচিত একটি প্রতীকী খেলা— ‘হাসিনা পালায় না’। এই গেমের মাধ্যমে দর্শনার্থীরা উপভোগ করছেন শেখ হাসিনার পালিয়ে যাওয়ার ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, ‘হাসিনা পালায় না’ খেলায় ধাওয়া করে আনন্দ নিচ্ছে দর্শনার্থীরা। খেলাটিতে আগত দর্শনার্থীরা শেখ হাসিনাকে ভার্চুয়ালি ধাওয়া করার সুযোগ পাচ্ছেন। এছাড়া খেলা জোনে বাজানো হচ্ছে শেখ হাসিনার পুরোনো বক্তব্য।
খেলায় অংশ নেওয়া রাশেদুল বলেন, ৫ আগস্ট হাসিনা সবাইকে ফাঁকি দিয়ে পালিয়ে গেছেন। ধাওয়া দিতে পারিনি। তাই আজ ধাওয়া দিচ্ছি।
সাইদুল ইসলাম বলেন, শেখ হাসিনাকে দৌড়ানি দিলাম।
কেআর/এমআইএইচএস/জেআইএম