ঢাকাসহ দেশের চার বিভাগে অতিভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (৬ আগস্ট) আবহাওয়া অফিস থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও হয়েছে, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে আজ (বুধবার) দুপুর ২টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মি.মি. (২৪ ঘণ্টা) থেকে অতিভারী (১৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।
আরও পড়ুন
জুলাইয়ে স্বাভাবিকের চেয়ে ২৩.৫ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে আগস্টজুড়ে ভ্যাপসা গরমের আভাস, হতে পারে বন্যাওঅতিভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধ্বসের আশঙ্কা রয়েছে।
আরএএস/এমআইএইচএস/এমএস