সিরাজগঞ্জের বেলকুচিতে পাউবোর জায়গা থেকে ১৬২ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বুধবার (৬ আগস্ট) দিনভর সুবর্ণসাড়া থেকে বেলকুচি পৌরসভার কমপ্লেক্স পর্যন্ত এলাকায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। সড়কের দুই পাশের ১৬২টি অবৈধ কাঁচা-পাকা দোকানপাট ও বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরিন জাহান ও র্যাব-১২ এর সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ উল্লাহ উপস্থিত ছিলেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান জাগো নিউজকে বলেন, ‘দীর্ঘদিন ধরে পাউবোর জায়গা অবৈধভাবে দখল করে দোকানপাট ও বাসাবাড়ি নির্মাণ করেছিল। পরে দখলদারদের বারবার নোটিশ দিলেও কোনো সাড়া মেলেনি। এজন্য আজ অভিযান চালিয়ে অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়েছে।’
এম এ মালেক/আরএইচ/জিকেএস