দেশজুড়ে

টাঙ্গাইলে বিশেষ অভিযানে আটক ৬৮

দেশব্যাপী পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে টাঙ্গাইলে ৬৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বিকেল পর্যন্ত তাদের আটক করা হয়।এ ব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আসলাম খান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত বিভিন্ন মামলার আসামি ও নাশকতার অশঙ্কায় ৬৮ জনকে আটক করা হয়েছে।অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার।আরিফ উর রহমান টগর/এআরএ/বিএ