দেশজুড়ে

শ্যামনগর উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে আটকের পর ৬ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়।প্রভাবশালী এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে বিভিন্ন সময় কুকর্মের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেয়া হয় না বলে অভিযোগ রয়েছে।বৃহস্পতিবার জেলা ছাত্রলীগ সভাপতি তানভির হোসাইন সুজন ও সাধারন সম্পাদক শেখ এহসানুল হক অয়ন সাংগঠনিক তৎপরতা না থাকা ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকায় হাফিজুর ও শাওন নেতৃত্বাধীন শ্যামনগর উপজেলা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।বিলুপ্ত ঘোষণার মাত্র কয়েক ঘণ্টা পরই পুনরায় কমিটি পুনর্বহাল রাখা হয়। এসব ঘটনার একদিন পর গ্রেফতার হলেন এই ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে মাদকসেবক, অপহরণ, মারপিটের অভিযোগে একাধিক মামলা রয়েছে।শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।আকরামুল ইসলাম/বিএ