দেশজুড়ে

মোল্লাহাটে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার সিংগাতি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মফ্ফর চৌধুরী (৬৫) নামে একজন নিহত হয়েছেন। এঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৬টা থেকে থেমে থেমে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে গুরুতর আহতাবস্থায় পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন।এলাকাবাসী সূত্রে জানা গেছে, একই গ্রামের এনায়েত চৌধুরী এবং কাউছার চৌধুরী নামের দুই গ্রুপের মধ্যে এক সপ্তাহ আগেও এলাকায় আধিপত্ত বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। তখন বেশ কয়েকজন আহত হন। পরে ওই সংঘর্ষের জের ধরে আজ সকাল সাড়ে ৬টার দিকে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে এ দুই গ্রুপের মধ্যে আবার সংঘর্ষ হয়। এসময় মফ্ফর চৌধুরী নিহত হন এবং প্রায় ৩০ জন নিহত হন।মোল্লাহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, এই দুই গ্রুপ ওই এলাকায় অনেক প্রভাবশালী। এর আগেও তারা বেশ কয়েকবার এলাকায় আধিপত্ত বিস্তার নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। পরে আজ সকালে আবার তাদের মধ্যে সংঘর্ষ হলে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।শওকত আলী বাবু/এফএ/এমএস