জাতীয়

সারাদেশে চলছে জামায়াতের দ্বিতীয় দিনের হরতাল

বৃহস্পতিবার সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকে দ্বিতীয় দিন সকাল-সন্ধ্যা হরতাল চলছে। ২০১৫ সালের প্রথম দিনে সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়েছে। চলবে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত।এর আগের দিন বুধবার জামায়াত ঢিলেঢালাভাবে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে। সকাল ৮টা ৩০ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত হরতালের দ্বিতীয় দিনে এখন পর্যন্ত কোন সংঘর্ষের খবর পাওয়া যায় নি।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামকে মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। রায় ঘোষণার পরপরই দলটির ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমেদ বুধ ও বৃহস্পতিবার দুইদিন সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।এক বিবৃতিতে বুধবার রাতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত দ্বিতীয় দিনের হরতাল সফলের জন্য নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানান।