বিবিধ

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা

ময়মনসিংহে ‘জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট দিনব্যাপী সিরাক-বাংলাদেশের আয়োজনে শহরের একটি রেস্টুরেন্টে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘ইয়ুথ ক্যাটালিস্ট’ প্রকল্পের আওতায় সুইডিশ উন্নয়ন সহযোগিতা সংস্থা সিডার অর্থায়নে ইউএনএফপিএর সহায়তায় সিরাক-বাংলাদেশ কর্মশালাটি বাস্তবায়ন করে।

সিরাক-বাংলাদেশের উপপরিচালক (প্রোগ্রাম) মো. সেলিম মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহের বিভাগীয় পরিচালক মো. মতিউর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. প্রদীপ কুমার সাহা, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক মো. মাজহারুল হক চৌধুরী, পরিবেশ অধিদপ্তর ময়মনসিংহের সহকারী পরিচালক সাদিকুন নাহার ও মহিলা বিষয়ক অধিদপ্তর ময়মনসিংহের উপপরিচালক নাজনীন সুলতানা।

আরও পড়ুনপ্রধান উপদেষ্টার এ আস্থা ‘অনন্য’মহাখালী ডিওএইচএসকে বাঁচাতেই হবে

এ সময় বক্তরা বলেন, তরুণদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে। সরকার স্বাস্থ্য খাতে বরাদ্দ দিচ্ছে। তবে বরাদ্দ আরও বাড়াতে হবে। হাসপাতালে শয্যার তুলনায় কয়েকগুণ বেশি রোগী ভর্তি থাকে। ফলে রোগীদের ঠাসাঠাসি অবস্থায় ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়। একটি হাসপাতালে যে পরিমাণ রোগী থাকবে, তার চেয়ে শয্যা বেশি রাখতে হবে। তবেই রোগীরা বেশি উপকৃত হবে। এ ছাড়া জলবায়ু সহনশীলতা বিষয়ে সচেতনতা ও সক্রিয় ভূমিকা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্টরা কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে।

কর্মশালায় সিরাক-বাংলাদেশের অ্যাডভোকেসি স্পেশালিস্ট মিজানুর রহমান আকন্দ, নির্বাহী পরিচালক এস এম সৈকত উপস্থিত ছিলেন। এতে শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

এসইউ/জেআইএম