পাবনার হেমায়েতপুরে ঠাকুর অনুকুল চন্দ্র সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে (৬২) কুপিয়ে হত্যার ঘটনায় আরিফুল ইসলাম (২৩) নামে এক শিবির নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার রাত ১১টার দিকে পাবনা শহরতলীর বাজিতপুর ঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আরিফ পাবনা পৌর এলাকার চরঘোষপুরের আবুল কাশেমের ছেলে।পাবনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবং নিত্যরঞ্জন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সী আব্দুল কুদ্দস আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সূত্রে খবর পেয়ে রাত ১১টার দিকে পাবনা সদর উপজেলার বাজিতপুর ঘাট এলাকার একটি বাড়ি থেকে আরিফুলকে আটক করা হয়। সে ওই বাড়িতে আত্মগোপন করে ছিল। তাকে পাবনা ডিবি অফিসে নিয়ে জিজ্ঞানাবাদ করা হচ্ছে। ওসি আব্দুল কুদ্দুস জানান, আটক শিবির নেতা পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস বিভাগে মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র এবং ইসলামী ছাত্র শিবির পাবনা পৌর পশ্চিম এলাকার সেক্রেটারি। উল্লেখ্য, শুক্রবার ভোরে নিত্যরঞ্জনকে পাবনা মানসিক হাসপাতালের প্রধান ফটকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। নিহত নিত্য রঞ্জন গোপালগঞ্জ জেলার মুকুসুদপুর উপজেলার আরুয়া কংশুর গ্রামের প্রয়াত রসিকলাল পান্ডের ছেলে। তিনি ৩৬/৩৭ বছর ধরে পাবনার ঠাকুর অনুকুল চন্দ্র আশ্রমে সেবক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী ও সন্তানরা গোপালগঞ্জে থাকেন।ওই দিন রাতে অনুকুল আশ্রমের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক যুগোল কিশোর ঘোষ বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলাটি দায়ের করেন। জামান/এফএ/এবিএস