ব্রাহ্মণবাড়িয়ায় জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫৫ জনকে আটক করা হয়েছে। শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার নয়টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) সোনিয়া পারভীন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগোনিউজকে জানান, শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত জেলার সবকটি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫৫ জনকে আটক করা হয়েছে। জেলা পুলিশের এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।আজিজুল সঞ্চয়/এফএ/এবিএস