বিশ্বজুড়ে কোটি কোটি ইউজার ইনস্টাগ্রাম ব্যবহার করেন। রিলস এবং ছোট ভিডিওর কারণেই এই প্ল্যাটফর্মের জনপ্রিয়তা। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম। সব বয়সী ব্যবহারকারী রয়েছে ইনস্টাগ্রামের।
ব্যবহারকারীদের কথা ভেবে প্রায়ই নতুন নতুন ফিচার নিয়ে আসে অ্যাপটি। এবার জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটের ফিচার আনতে যাচ্ছে ইনস্টাগ্রাম। এবার লোকেশন-শেয়ারিং ফিচারে পরিবর্তন এনেছে ইনস্টাগ্রাম। এখন লাইভ ম্যাপ ফিচারের মাধ্যমে ব্যবহারকারী সেই সব বন্ধুর লোকেশন দেখতে পাবেন, যারা তাকে নিজেদের লোকেশন ট্র্যাক করার অনুমতি দিয়েছেন।
জনপ্রিয় মেসেজিং অ্যাপ স্ন্যাপচ্যাটের স্ন্যাপ ম্যাপের মতোই হতে চলেছে এই ফিচারটি। ডিফল্ট হিসেবেই এই ফিচারটি অফ হয়ে যাবে। আর এটি ব্যবহার করার জন্য ব্যবহারকারীকে ম্যানুয়ালি তা চালু করতে হবে। যাতে প্রিভেসি সুরক্ষিত থাকে।
অনেকদিন ধরেই ক্রমাগত নতুন ফিচার যোগ করার জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ইনস্টাগ্রামকে। শুধু তা-ই নয়, এটি সাধারণ ফটো শেয়ারিং প্ল্যাটফর্মের থেকেও বেশি কিছু হয়ে উঠছে বলেও ব্যাপক সমালোচনা শুনতে হচ্ছে।
মেটার মালিকানাধীন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম বর্তমানে কন্টেন্ট ক্রিয়েটরদের উপর আরও মনোনিবেশ করতে চাইছে। এই পদক্ষেপের মাধ্যমে ইনস্টাগ্রাম স্পষ্ট করে দিয়েছে যে, তারা শুধু ফটো-শেয়ারিং অ্যাপ হয়ে থাকতে চায় না। বরং তারা ভিডিও, লোকেশন এবং ইন্টারঅ্যাকটিভ টুলের মাধ্যমে ব্যবহারকারীদের ব্যস্ত রাখতে চায়। এজন্যই এতসব ফিচার যুক্ত করে ব্যবহারকারীদের আকর্ষণের চেষ্টা করছে তারা।
আরও পড়ুনইনস্টাগ্রামে আসছে নতুন এআই ফিচার, যেসব সুবিধা পাবেনটিকটকের জনপ্রিয় ফিচার পাবেন ইনস্টাগ্রামেসূত্র:দ্য ইকোনমিকস টাইমস
কেএসকে/জেআইএম