জাতীয়

গ্রেড-১ পেয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান হলেন মাহমুদ হাসান

গ্রেড-১ পেয়ে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহমুদ হাসান।

বুধবার (২০ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা অতিরিক্ত সচিব মাহমুদ হাসান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যানের রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।

আরও পড়ুন

বদলে যাচ্ছে ৪৪তম বিসিএসের ফল

অন্য আদেশে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. দেলোয়ার হোসেনকে ভূমি মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আরএমএম/এমআইএইচএস/এমএস