বগুড়ায় বিশেষ অভিযানে পাঁচ জেএমবি সদস্য ও জামায়াত-শিবিরের ৮ নেতাকর্মীসহ ৮৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জেএমবি সদস্যদের বাড়ি গাবতলী উপজেলার হামিদপুরে। তারা হলেন, সাইদুল (৩৯), মোসাদ্দের ওরফে মিজু ওরফে জিপু (২৮), একরামুল হক (২৮), গোলাম মোস্তফা ঝুমুর (২৯) ও রফিকুল ওরফে পলাশ (২৬)। গত চব্বিশ ঘণ্টার অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে এই পাঁচজন ছাড়াও আরো ৮১ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সিনিয়র সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান বলেন, গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামিও রয়েছেন।এআরএ/পিআর