বগুড়ার নাটাইপাড়া এলাকায় ট্রান্সফরমার বিকল হয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ক্ষুব্ধ হয়ে বিদ্যুৎ অফিসে হামলা করেছে বিক্ষুব্ধরা। এ সময় চার যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে এ ঘটনা ঘটে।আটকরা হলেন-নাটাইপাড়ার গেদু প্রামানিকের ছেলে লিটন, মৃত সাঈদ জামানের ছেলে সাইদুর রহমান, শাহাদত হোসেনের ছেলে আব্দুল আলীম ও আব্দুল মজিদের ছেলে সাগর। জানা গেছে, শহরের চন্দনবাইশা সড়কের নাটাইপাড়া মধুবন সিনেমা হলের সামনে ডিভিশন-২ এর আওতাধীন বিদ্যুতের ট্রান্সফরমারটি শনিবার বিকল হয়। ফলে নাটাইপাড়ার বেশ কিছু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। শনিবার সারারাত এলাকাবাসী বিদ্যুৎবিহীন রাত কাটানোর পর রোববার সকাল থেকে বিদ্যুৎ অফিসে বার বার টেলিফোনে যোগাযোগ করলেও কেউ ফোন রিসিভ করেনি। এতে ক্ষুব্ধ হয়ে নাটাইপাড়ার ৬ যুবক মোটরসাইকেল নিয়ে শহরের খোকন পার্কের পাশে বিদ্যুৎ অফিসে গিয়ে অভিযোগ কেন্দ্রে হামলা চালিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে। এ সময় বাধা দিতে গিয়ে অভিযোগ গ্রহণকারী লাকী আক্তার ও নিরাপত্তা প্রহরী মামুন আহত হন।পরে বিদ্যুৎ অফিসের কর্মচারীরা অভিযোগ কেন্দ্রের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলে দুই হামলাকারী পালিয়ে যায় এবং বাকি ৪ জন ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৪ জনকে আটক করে। বগুড়া বিদ্যুৎ বিভাগের উপ-সহকরী প্রকৌশলী আব্দুর রশিদ জানান, শনিবার সন্ধ্যায় ট্রান্সফরমারটি বিকল হয়ে যায়। রাত হওয়ার কারণে শনিবার মেরামত করা যায়নি। রোববার বেলা ১১টা থেকে মেরামতের কাজ শুরু হয়েছে। হামলাকারীরা কোনো কিছু না জেনেই হামলা করেছে।লিমন বাসার/এসএস/পিআর