দেশজুড়ে

টাঙ্গাইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে নদীতে ডুবে আদনান সানি (১০) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আদনান বাসাইল উপজেলার ময়থা গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে এবং এলেঙ্গা ফরহাদ ক্যাডেট একাডেমির দ্বিতীয় শ্রেণির ছাত্র। জানা যায়, মঞ্জুরুল ইসলাম তার পরিবারকে নিয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ি সংলগ্ন বাসায় ভাড়া থাকেন। দুপুরে আদনান তার সহপাঠীদের সঙ্গে স্থানীয় নদীতে গোসল করতে বের হয়। গোসল করতে গিয়ে একপর্যায়ে সে নদীতে ডুবে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে তার সহপাঠীরা স্থানীয় লোকজনকে ডেকে আনে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয়রা নদী থেকে আদনানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আরিফ উর রহমান টগর/এআরএ/এমএস