দেশজুড়ে

আখাউড়ায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সোনিয়া সুলতানা (২৫) নামে এক সৌদি আরব প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের রাণীখার গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সোনিয়া রাণীখার গ্রামের সৌদি আরব প্রবাসী ওসমান ভূইয়ার স্ত্রী। তিনি এক সন্তানের জননী ছিলেন।আখাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন তরফদার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, বিকেলে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে রাণীখার গ্রামে শ্বশুরবাড়ির নিজ কক্ষ থেকে বৈদ্যুতিক পাখার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় সোনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আখাউড়া থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে। সোমবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।আজিজুল সঞ্চয়/এআরএ/পিআর