ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে অস্ত্রসহ ইব্রাহিম মিয়া (২৫) নামে আন্তঃজেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বুধন্তি ইউনিয়নের শশই গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইব্রাহিম জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।সদ্য পদোন্নতি পাওয়া ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার শাহরিয়ার আল মামুন আটকের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানা পুলিশের একটি দল শশই গ্রামের একটি সড়ক থেকে আন্তঃজেলার ডাকাত দলের সদস্য ইব্রাহিম মিয়ায়াকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ইব্রাহিমের বিরুদ্ধে ডাকাতির অভিযোগে নাসিরনগর থানায় তিনটি ও বিজয়নগর থানায় দুটি মামলা রয়েছে।আজিজুল সঞ্চয়/এসকেডি