দেশজুড়ে

বাগেরহাটে দুই দিনে বজ্রপাতে নিহত ৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বাগেরহাটসহ দক্ষিণ উপকূলে গত দুইদিন ধরে ভারি বর্ষণ শুরু হয়েছে। রোববার ভোর থেকে শুরু হওয়া এ ভারি বর্ষণ ও বজ্রপাতে চার উপজেলায় মোট ৫ জন প্রাণ হারিয়েছেন। জানা গেছে, এদের মধ্যে রোববার দুপুরে বজ্রপাতে ফকিরহাট উপজেলার হোচলা গ্রামের মতলেব শেখের স্ত্রী রোকেয়া বেগম (৬০) ও ডহরমৌভোগ গ্রামের মহানন্দ অধিকারির ছেলে স্নেহেস অধিকারি (৩৫) নিহত হন। অপরদিকে মোল্লাহাটে ঘের কর্মচারী রামপালের আজম শেখ (৪৮), কচুয়া উপজেলার মনোয়ার বেগম (৩৫) ও মোড়েলগঞ্জ উপজেলার উত্তর চন্ডিপুর গ্রামের কৃষক আলামীন সেখ (৩৫) বজ্রপাতে নিহত হয়েছেন। এদিকে ভারি বর্ষণ ও দুর্যোগপূর্ণ আবহওয়ায় খেটে খাওয়া মানুষের ভোগান্তি বেড়েছে। খুব জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ রাস্তার বের হচ্ছে না। অপরদিকে ভারি বর্ষণে কৃষি ফসলসহ পানের বরজ, মৎস্য ঘের ও পুকুর পানিতে তলিয়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে।শওকত আলী বাবু/এফএ/এবিএস