রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষে আহত দলটির সভাপতি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে।
নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার দিনগত রাত ১টা ৪৫ মিনিটের দিকে তিনি হাসপাতাল থেকে বের হয়ে যান।
এর কিছুক্ষণ আগে হাসনাত আবদুল্লাহ ঢাকা মেডিকেলে যান। এ সময় তার সঙ্গে এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা উপস্থিত ছিলেন।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ দলটির একাধিক নেতাকর্মী আহত হন।
এনএস/এমআরএম/এনএইচআর